সংক্ষিপ্ত প্রতিষ্ঠান পরিচিতিঃ
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রানালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরীন একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক 4 বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানটিতে বর্তমানে 5টি টেকনোলজিতে- কম্পিউটার ,ইলেকট্রনিক্স , রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং,কন্সট্রাকশন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বেসিক ট্রেড কোর্সেও প্রশিক্ষন চলমান রয়েছে।
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটি সবুজ ছায়া ঘেরা বৃক্ষরাজি এবং মনোমুগ্ধকর ফুলের বাগানে সজ্জিত একটি নয়নাভিরাম প্রতিষ্ঠান। চাঁদপুর শহর থেকে প্রায় 55 কিঃমিঃ দূরে কচুয়া উপজেলার, কড়াইয়া নামক স্থানে 2একর ভূমির উপর প্রতিষ্ঠানটি অবস্থিত। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রচার-প্রসার এবং দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্য নিয়ে 2005 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটিতে বিদ্যমান 2টি ওয়ার্কশপ ভবন (দুইতলা বিশিষ্ট) , 1টি প্রশাসনিক ভবন (পাঁচতলা বিশিষ্ট) , 1টি একাডেমিক ভবন (পাঁচতলা বিশিষ্ট) ও সৃষ্ট জনবল 78 জন, দক্ষ জনবল তৈরিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। ইনস্টিটিউটের প্রবেশপথের ডানপাশে শহীদ মিনার ও বামপাশে দুইতলা বিশিষ্ট ভবনের 2য় তলায় মসজিদ ও নীচতলায় সু-সজ্জিত গেষ্ট রুম রয়েছে। ইনস্টিটিউটের সম্মূখভাগে ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ডে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম প্রদর্শিত হয়।